গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মেহেরুন নেছা বৃদ্ধাশ্রমে বুধবার দুপুরে বসুন্ধরা শুভসংঘের তরুণ বন্ধুদের সঙ্গে দেখা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠলেন গেল্লি বেগম (৬২), জাহানারা বেগম (৬০), উলি বেগম (৬৭), ভরসি মাহমুদ (১০৮), হাতেম মিয়া (৭৪)। খুশির কারণ শুভসংঘের তরুণরা ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে মাঝে মাঝে তাদের কাছে হাজির হন, শারীরিক অবস্থা খোঁজেন এবং জীবনের আনন্দ-বেদনার গল্প শোনেন। প্রবীণরা তাদের কাছে নিজেদের গল্পের ঝুলি খুলে বসেন।
শনিবারের বিশেষ উপহার ছিল বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে ২ বস্তা চাল এবং ১০ কেজি ডাল। কোনো আনুষ্ঠানিকতা ছিল না; স্মৃতিচারণ ও গল্পের মধ্যেই উপহারগুলি তাদের হাতে তুলে দেওয়া হয়।
১০৮ বছর বয়সী ভরসি মাহমুদ ফোকলা দাঁতের হাসি নিয়ে বললেন, ‘চাল-ডাল নিয়ে ভাবিচ্চি না। হামাঘরে এই ছোলগুল্যা আসিয়া যখনে জড়ে ধরে, তকন সোগ দুঃখ-কষ্ট ভুলি যাই। আত্মীয়-স্বজন থাকিয়াও নাই, মনে হয় এমরাই হামার আত্মীয়-স্বজন।’
৬৭ বছরের উলি বেগম জানালেন, ‘গোবিন্দগঞ্জের ছোট সোহাগী গ্রামের এই মেহেরুন নেছা বৃদ্ধাশ্রম না থাকলে কইযে ভাসি যাইতাম। বসুন্ধরা শুভসংঘের সঙ্গে পরিচয় প্রায় পাঁচ বছর ধরে। হামাঘরের মত বুড়াবুড়িগুল্যার জন্য এতো ভালোবাসা কাঁইয়ো দেয় না। ওষুধ দেয়, রান্না করিয়ে খায়, কম্বল দেয়, চাল-ডাল দেয়। স্বার্থ ছাড়া মানুষ যে এতোকিছু করতে পারে, আগে বুঝি নাই। ছোলগুলা খুবই ভালো। আমি নামাজে বসিয়া প্রাণ ভরিয়া দোয়া করি, আল্লাহ ওদের ভালো করুক।’
মেহেরুন নেছা বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা জানান, ‘২০১৭ সালের ৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত এই বৃদ্ধাশ্রমটি অসহায় বাবা-মা’দের খুঁজে বের করে আশ্রয় দেয়। বর্তমানে এখানে ৩৬ জন নারী-পুরুষ বাস করছেন। তাদের খাবার, চিকিৎসা, পোশাক ও ওষুধ সবই প্রতিষ্ঠানটি সরবরাহ করে। বসুন্ধরা শুভসংঘের এই সাহায্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
এদিকে, গাইবান্ধার গায়ক প্রতিযোগিতায় রানার্সআপ সংগীতশিল্পী মো. আব্দুল্লাহ আল মুতি লিতু বলেন, ‘বসুন্ধরা গ্রুপের মানবিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করতে হয়। শুভসংঘের বন্ধুরা বৃদ্ধাশ্রমে আশ্রিতদের পাশে দাঁড়িয়েছে—এটি তরুণ প্রজন্মের কাছে দারুণ উদাহরণ।’
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব বলেন, ‘শীত পড়তে শুরু করেছে। আমরা সবার আগে চেষ্টা করব, এই প্রতিষ্ঠানে কিছু গরম কাপড় পৌঁছে দিতে।’ তিনি সমাজের বিত্তবানদের কাছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মেহেরুন নেছা বৃদ্ধাশ্রমের এই কর্মসূচি সমন্বয় করেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক অয়ন সুলতান, সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজ রহমান মুন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দীপ মহন্ত, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার ঘোষ এবং সদস্য তন্ময় চৌধুরী।
বিডি-প্রতিদিন/মাইনুল