দেশের সামগ্রিক অর্থনীতিতে সম্প্রসারণের ধারা অব্যাহত রয়েছে। অক্টোবর মাসে বাংলাদেশের সামগ্রিক পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) স্কোর সেপ্টেম্বরের তুলনায় ২ দশমিক ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬১ দশমিক ৮ হয়েছে। যা অর্থনীতির দ্রুততর সম্প্রসারণের ইঙ্গিত দেয়। অক্টোবরে পিএমআই বাড়ার প্রধান কারণ হলো কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের দ্রুততর সম্প্রসারণ।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে বাংলাদেশ পারচেসিং ম্যানেজার্স’ ইনডেক্স (পিএমআই) অক্টোবর মাসের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। আজ এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) উদ্যোগটি বাংলাদেশের অর্থনৈতিক স্বাস্থ্যের তাৎক্ষণিক ও সঠিক চিত্র তুলে ধরার একটি প্রচেষ্টা, যা ব্যবসা প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এটি এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ উদ্যোগে, যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেসিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের কারিগরি সহযোগিতায় তৈরি হয়েছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ বলেন, সর্বশেষ পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। যার মূল প্রণোদনা এসেছে অনুকূল ফসলের অবস্থা ও কৃষি খাতে ভালো ফলনের প্রত্যাশা থেকে। অর্থনীতির অন্যান্য খাতও বছরের শেষ প্রান্তিকে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুততর সম্প্রসারণের হার প্রদর্শন করেছে। যদিও মাসিক রফতানি প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
অক্টোবর মাসে দেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বাড়ে চারটি খাতের কারনে। কৃষি খাত: পরপর দ্বিতীয় মাসে এবং আরও দ্রুত গতিতে সম্প্রসারণ হয়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও ইনপুট খরচের সূচকে দ্রুততর বৃদ্ধি দেখা গেছে। কর্মসংস্থানের সূচক আবারও সম্প্রসারণে ফিরে এসেছে।
উৎপাদন খাত: পরপর ১৪ মাস ধরে সম্প্রসারণ বজায় রেখেছে এবং অক্টোবর মাসে এর হার আরও বেড়েছে। নতুন অর্ডার, রফতানি, উৎপাদন, ইনপুট ক্রয়, প্রস্তুত পণ্য, আমদানি, ইনপুট মূল্য, কর্মসংস্থান ও সরবরাহ সূচকে সম্প্রসারণ লক্ষ্য করা গেছে। তবে অর্ডার ব্যাকলগ সূচকে দ্রুততর সংকোচন দেখা গেছে।
নির্মাণ খাত: দ্বিতীয় মাসে এবং দ্রুততর হারে সম্প্রসারণ হয়েছে। নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম, কর্মসংস্থান ও ইনপুট খরচের সূচকগুলোতে উন্নতি দেখা গেছে। অর্ডার ব্যাকলগ সূচকের সংকোচন হার কমেছে।
সেবা খাত: পরপর ১৩ মাস ধরে সম্প্রসারণ বজায় রেখেছে এবং এবার আরও দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। নতুন ব্যবসা,ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান ও ইনপুট খরচের সূচকে সম্প্রসারণ দেখা গেছে। দুই মাসের সংকোচনের পর অর্ডার ব্যাকলগ সূচক আবার সম্প্রসারণে ফিরেছে।
বিডি প্রতিদিন/আরাফাত