নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পোশাক কারখানার শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রবিবার (৯ নভেম্বর) সকালে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন পড়েন চালক ও যাত্রীরা। পরে বাধ্য হয়ে তাদের বিকল্প পথে যাতাযাত করতে হয়।
আন্দোলনকারীরা জানায়, গত ১ নভেম্বর পি এম নিটেক্স নামে পোশাক কারখানার শ্রমিক মো. আমিন নামে বাইরে থেকে একটি গেঞ্জি নিয়ে কারখানায় ঢুকেন। পরে ওই শ্রমিক পরিমাপ মতো গেঞ্জিটি ছোট করেন। কাজ শেষে গেঞ্জিটি নিয়ে বাসায় যাওয়ার পথে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।
পরে কারখানা কর্তৃপক্ষ চুরির অভিযোগে এনে তাকে বরখাস্ত করেন এবং একটি তদন্ত কমিটি গঠন করেন। সাতদিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আমিনের পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে দাবি আদায়ের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, শ্রমিক সংগঠনের নেতা, থানা ও শিল্প পুলিশ আগামীকাল জেলা প্রশাসনের কার্যালয়ে বৈঠকে দাবি আদায়ের আশ্বাস পেয়ে সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
বিডি প্রতিদিন/কামাল