নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবায় নারায়ণগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য ডায়াথার্মি মেশিন প্রদান করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতি হিসেবে উপস্থিত থেকে এই মেশিন বিতরণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, স্বাস্থ্য খাতকে মানুষের আস্থায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্র আমাদের জানিয়েছিল গর্ভবতী মায়েদের চিকিৎসায় ব্যবহৃত ডায়াথার্মি মেশিনটি নষ্ট হয়ে গেছে। পরবর্তীতের তাদের আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে এই মেশিন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মায়েদের স্বাস্থ্যের প্রতি সবসময় যত্নশীল। যারা মায়েদের স্বাস্থ্য সেবায় কাজ করেন তাদের বলবো আমাদের মায়েরা অসহায়। তাদের প্রতি আন্তরিক হয়ে সেবা নিশ্চিত করবেন। তারা যেন কোনোভাবেই ঝুঁকির মধ্যে না পড়ে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ, মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/জামশেদ