ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে সোনার দোকানে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। গয়না চুরির উদ্দেশ্যে এক নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। মুখ ঢাকা ওড়নায়, আচরণে শান্ত, কথাবার্তায় স্বাভাবিক। বিক্রেতা কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি বদলে যায় পুরোপুরি।
হঠাৎ করেই ওই নারী দোকানির মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। উদ্দেশ্য ছিল চোখে জ্বালা ধরিয়ে গয়না নিয়ে পালানো। কিন্তু দোকানির চোখে মরিচের গুঁড়া লাগেনি। মুহূর্তেই বিপদ বুঝে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন এবং সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেখান।
মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে নারীটিকে ২০টি চড় মারেন দোকানি। ঘটনার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
চুরির চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই নারী দোকান থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু দোকানি তাঁকে চড় মারতে মারতে টেনে দোকানের বাইরে নিয়ে যান। একপর্যায়ে সুযোগ বুঝে নারী পালিয়ে যান।
ঘটনাটি ঘটে ৩ নভেম্বর, গুজরাটের আহমেদাবাদ শহরে। পুরো দৃশ্যটি ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে দোকানির বুদ্ধিমত্তা ও সাহসিকতা নিয়ে।
এ ঘটনায় দোকানদার কোনো লিখিত অভিযোগ দিতে চাননি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আহমেদাবাদের রানিপ থানার পরিদর্শক কেতন ব্যাস বলেন, “দোকানি অভিযোগ দায়ের করতে চাচ্ছেন না; তবে আমরা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছি।”
এদিকে আহমেদাবাদ পুলিশ গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুবার দোকানির সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করতে বলেছে। কিন্তু তিনি রাজি হননি।
তবুও পুলিশের পক্ষ থেকে নিজ উদ্যোগে তদন্ত শুরু হয়েছে, যাতে ওই নারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।
সোর্স: এনডিটিভি
বিডি প্রতিদিন/আশিক