বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধর্ম-বর্ণ বা গোত্রের পরিচয়ে নয়, বিএনপি সকলকে বাংলাদেশি মানুষ হিসেবে বিবেচনা করে। বিএনপি ক্ষমতায় এসে সমতল ও পাহাড়ের সকল জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক রেইনবো নেশন গড়ে তুলবে। সকলের যথাযথ স্বীকৃতি ও সমঅধিকার প্রতিষ্ঠা করবে।
রবিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের বোয়ালমারায় গারো পল্লীতে গারো সম্প্রদায়ের জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় আসলে সমতলের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর কল্যাণে ও তাদের সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় পৃথক অধিদফতর সৃষ্টি করবে এবং ধর্ম বা গোত্রের বিবেচনায় কাউকে চিহ্নিত করা হবে না। সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করা হবে।
তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির আগামী সরকার ধর্ম, বর্ণ, গোত্র-নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে।
অনু মান্দার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হালুয়াঘাট ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুভ্রত রেমা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, বোয়ালমারা গ্রামের হেমা রিছিল, সারমেন হাগিদক, জন সাংমা, গাজিরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম ও জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল।
বিডি প্রতিদিন/এমআই