রাজবাড়ীর গোয়ালন্দে খ্যাতনামা লাঠিয়াল আব্দুল কাদের মৃধার স্মরণে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মুন্সি বাজার এলাকার আশ্রয়ন কেন্দ্রের মাঠে স্থানীয়দের আয়োজনে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি বলেন, আগামী নির্বাচনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। হিংসা ও ভেদাভেদ ভুলে আমরা জাতীয় নির্বাচন করব। গোয়ালন্দের দেবগ্রাম এলাকায় নদীভাঙন রয়েছে— বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রক্ষায় কাজ করা হবে। গোয়ালন্দের ইতিহাস ও ঐতিহ্য আছে, সবাইকে তা সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
লাঠিখেলাকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইল মোল্লা।
স্থানীয়রা জানান, ১৯৬১ সাল থেকে প্রতি বছর এখানে এ ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। অঞ্চলের কিংবদন্তি লাঠিয়াল আ. কাদের মৃধার স্মরণে এই আয়োজন করা হয়। হাজারো মানুষ খেলা উপভোগ করতে সমবেত হন। বিভিন্ন স্থান থেকে লাঠিয়াল বাহিনী ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলার কসরত প্রদর্শন করেন।
স্থানীয়দের দাবি, শতবর্ষের ঐতিহ্যবাহী এই লাঠিখেলাকে ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
বিডি-প্রতিদিন/মাইনুল