বরিশালে অপসো স্যালাইন ফার্মার ছাঁটাই হওয়া শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। রবিবার পাঁচ শতাধিক ছাঁটাই শ্রমিক ও তাদের পরিবার জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থান নেন। পরে আগামী ১২ নভেম্বর জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের আশ্বাসে জেলা প্রশাসক কার্যালয় থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন।
শ্রমিকদের দাবি, বৈঠকে কোনো সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী এবং বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘এই ছাঁটাই অনিয়ম ও অযৌক্তিক। ট্রেড ইউনিয়ন করার কারণেই শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে, যা বেআইনি। প্রশাসনের দায়িত্ব ছিল এ বিষয়ে ভূমিকা রাখা, কিন্তু তারা সে ভূমিকা রাখেনি। এখন জেলা প্রশাসককে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে পাঁচ শতাধিক পরিবার রাস্তায় না বসে যায়।
দুই দফা দাবিতে গত ১০ দিন ধরে আন্দোলন করছেন অপসো স্যালাইনের ছাঁটাই হওয়া শ্রমিকরা। তাদের দাবি— ১. অন্যায় ও বেআইনিভাবে পাঁচ শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল করতে হবে। ২. অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে।
শ্রমিকদের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর তাঁরা ট্রেড ইউনিয়নের নিবন্ধন পান। এরপর ২৯ অক্টোবর থেকে ডাকযোগে ছাঁটাইয়ের চিঠি পান শ্রমিকেরা। তাদের মধ্যে অনেকে ২০ থেকে ৩০ বছর ধরে কারখানায় কর্মরত ছিলেন।
শ্রমিকরা বলেন, প্রতিষ্ঠানের ৪০ বছরের ইতিহাসে একসঙ্গে এত শ্রমিক ছাঁটাইয়ের নজির নেই। আমরা সবাই পথে বসেছি, চাকরি ফিরে পেতে রাস্তায় অবস্থান করছি। আন্দোলনের কারণে গত মাসের বেতনও দেওয়া হয়নি।
বিডি-প্রতিদিন/সুজন