ঢাকা মহানগরের ভাটারা থানায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক প্রাণবন্ত ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের দিকে আকৃষ্ট করা এবং পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ক্যারম প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক ও সামাজিক সম্প্রীতি রক্ষা করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং তরুণদের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা।
বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সভাপতি সাব্বির হোসেন রুপকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাহিন, সাদিয়া জাহান স্নেহা, অর্থ সম্পাদক নিশাত আফরিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কৌশল ও মনোযোগের মাধ্যমে প্রতিটি স্ট্রাইকে তাদের দক্ষতা প্রদর্শন করেন। শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মোহাম্মদ সারওয়ার এবং রানার্সআপ হন মো. জাহাঙ্গীর আলম। বিজয়ীদের হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের সৃজনশীল আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয় এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগের জন্য।
সভাপতি সাব্বির হোসেন রুপক বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তরুণদের অংশগ্রহণে আরও নানা ধরনের খেলাধুলা ও সামাজিক কর্মসূচির আয়োজন করবে বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখা।
সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন বলেন, এ ধরনের আয়োজন শুধু খেলাধুলার চর্চাই নয়, বরং সমাজে বন্ধুত্ব, সহযোগিতা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে। আমরা নিয়মিতভাবেই এমন কর্মসূচি চালিয়ে যাব।
স্থানীয়রা জানান, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলছে। তারা আশা করেন, এ ধরনের আয়োজন সমাজে একতা এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনবে।
বিডি-প্রতিদিন/মাইনুল