ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী রিকশার্যালি। রবিবার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে বেলস পার্ক থেকে র্যালিটি শুরু হয়।
পরে এটি আমতলা মোড়, সিএন্ডবি রোড, নথুল্লাবাদ, নতুন বাজার, জেলগেট ও সদর রোড ঘুরে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেয় প্রায় দুই শতাধিক রিকশা। প্রতিটি রিকশায় ছিল ধানের শীষের প্রতীক সংবলিত ব্যানার ও ফেস্টুন, আর চালকদের গায়ে ছিল দলীয় প্রতীকের গেঞ্জি। শহরের রাস্তাজুড়ে এই র্যালি দেখতে ভিড় জমায় সাধারণ মানুষও।
র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন,‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শ্রমিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। বিএনপি কখনো শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, আবার কাউকে ক্ষমতা থেকে নামাতেও ব্যবহার করে না।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে শ্রমিক সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে।’
রিকশা চালকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শ্রমিক গণজাগরণ গড়ে তুলুন। শ্রমিকদের ঐক্যই গড়ে তুলবে নতুন বাংলাদেশের ভিত্তি।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন।
বিডি-প্রতিদিন/আশফাক