নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দলীয় সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার সন্ধ্যায় গিয়াসউদ্দিনের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
দুই নেতা এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন এবং পরস্পরকে কোলাকুলি করে মিষ্টিমুখ করান। আলোচনায় গিয়াসউদ্দিনের সহযোগিতা কামনা করেন আজহারুল ইসলাম মান্নান।
এ সময় গিয়াসউদ্দিন বলেন, ‘আমরা যখন ২০০১ সালে নির্বাচন করি তখন আমাদের মুরুব্বি ছিলেন মতিন চৌধুরী। তিনি বলেছিলেন একটি আসন নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের পাঁচটি আসনেই কাজ করতে হবে। আমরা সেসময় পাঁচটি আসনেই জয়লাভ করেছিলাম। এ নির্বাচনটি গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জের পাঁচটা আসনেই যেন বিএনপি জয়লাভ করে সেজন্য আমরা কাজ করব।’
মান্নানের সঙ্গে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক কাউন্সিলর সাদরিল উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক