সিরাজগঞ্জের তাড়াশে প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারিতে উৎসাহিত করার লক্ষ্যে ধাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তাড়াশ পাবলিক লাইব্রেরি হলরুমে বসুন্ধরা শুভসংঘ, তাড়াশ উপজেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন ধাত্রী অংশ নেন।
অনুষ্ঠানে তাড়াশ উপজেলা শুভসংঘের সভাপতি মো. শামীউল হক শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিউনিটি হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নার্গিস সুলতানা ও ডা. রহিদুল করিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মৃণাল সরকার মিলু, এম এ মাজিদ, সাব্বির মির্জা, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় ডা. নার্গিস সুলতানা ধাত্রীদের নরমাল ডেলিভারিতে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে ধাত্রী শেফালী রানী বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণ আমাদের জ্ঞান ও দক্ষতা বাড়িয়েছে। এখন থেকে প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারিতে এই শিক্ষা আমরা কাজে লাগাতে পারব।
বিডি প্রতিদিন/কেএইচটি