সাভারে বাসায় ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে দেলোয়ার হোসেন দেলু নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন ওই তরুণী। গ্রেপ্তার দোলোয়ার হোসেন দেলু সাভার দক্ষিণ রাজাসন এলাকার নূর মোহাম্মদের ছেলে। ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আসামি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।