চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে মো. জাহেদ (২৭) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিকেলে হামজারবাগ আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহেদ ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাজ্জাদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নালা থেকে লাশটি উদ্ধার করে। পরে তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাশের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ হত্যাকান্ডের কারণ জানতে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম