শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে গভীর রাতে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শনিবার দিবাগত রাতে নির্জন সড়কে কয়েক মিনিটের এই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে মিছিলের প্রতিবাদে ওই রাতেই জেলা ছাত্রদল কার্যক্রম নিষিদ্ধ ওই সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন। জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পরে শেরপুরে এটাই আওয়ামী লীগের প্রকাশ্য কোনো মিছিল।