৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। সোমবার দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে এই কর্মসূচি পালন করা হয়। এই ৫ দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ অবস্থানসহ কঠোর কর্মসূচি দিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।
৫ দফা দাবির মধ্যে রয়েছে, ফ্যাসিস্ট মেয়র তাপস কর্তৃক অন্যায়ভাবে চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্যদের চাকরিতে দ্রুত পুনর্বহাল করা, কর্মরত দৈনিকভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য কর্মচারীদের স্কেলভুক্তকরণ (যা ঢাকা উত্তর সিটি করপোরেশনে চলমান)।
আব্দুল লতিফ বলেন, ফ্যাসিস্ট আমলে মেয়র তাপস আমাদের সুযোগ-সুবিধাগুলো বাতিল করে। কিন্তু এগুলো উত্তর সিটি করপোরেশনে চালু রয়েছে। আমাদের এই সুযোগ সুবিধাগুলো দিতে হবে। অন্যথায় দাবি আদায়ে আমরা মাঠে থাকবো। আগামী বুধবার নগর ভবনে শান্তিপূর্ণ অবস্থান ও আগামী রবিবার সংবাদ সম্মেলন করে পরিচ্ছন্ন কার্যক্রম বন্ধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, বৃহত্তর ঢাকা সিটি করপোরেশনে এই প্রথা চালু ছিল। মৃত্যু ও ৫৯ বছরে চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীদের স্থলে ওয়ারিশান বা পোষ্যদের তাৎক্ষণিক পুনঃস্থাপন বা নিয়োগ দেওয়া। যা আগে ছিল। পরিচ্ছন্নতাকর্মীদের ৫৯ বছর প্রথা বাতিলসহ মৃত্যুজনিত কারণে চাকরিচ্যুতদের এককালীন অনুদান ১০ লাখ টাকা দিতে হবে। দৈনিকভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য দক্ষ ও অদক্ষ কর্মীদের ঈদ বা উৎসব বোনাস ১০ হাজার টাকা দিতে হবে।
বিডি-প্রতিদিন/শআ