সমসাময়িক বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসুন্ধরা শুভসংঘ আয়োজন করেছে কুইজ প্রতিযোগিতা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজয়ীদের হাতে ডায়েরি, ফাইল, কলমসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
বিজয়ীদের মধ্যে একজন রুদ্র প্রসাদ বলেন, আজকের আয়োজন আমাদের ভবিষ্যতের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনেক সহায়ক হবে। সমসাময়িক ঘটনা ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। এছাড়া শুভসংঘ নিয়মিত নানা অনুষ্ঠান আয়োজন করে, যেখানে অংশগ্রহণ করে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয়। এজন্য আমি সংগঠনটিকে ধন্যবাদ জানাই।
বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সভাপতি আসাদুজ্জামান স্বাগত বক্তৃতায় বলেন, আমরা চাই শিক্ষার্থীরা সমসাময়িক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে পড়াশোনা করুক। সবার লক্ষ্য ভালো চাকরি পাওয়া। তাই চাকরির বাজারে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আজকের আয়োজন করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালের কণ্ঠ প্রতিনিধি মেহদী ইসলাম বলেন, বসুন্ধরা শুভসংঘ বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সদস্যদের আরও দক্ষ করে তোলার জন্য বিভিন্ন শিক্ষামূলক সেমিনারেরও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আজকের এই কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতির জন্য সহায়ক হবে। যারা বিজয়ী হয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেহদী ইসলাম, সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মায়িশা যাহিন, অর্থ সম্পাদক সুহার্ত্য দৌলা অনীক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক প্রত্যাশা রাণী, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শতাব্দী রায়, কার্যনির্বাহী কমিটির সদস্য সানজিদা খানমসহ অন্যান্যরা।
বিডি-প্রতিদিন/মাইনুল