আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। উত্তরাঞ্চলের শহর মাজার-ই-শরিফের কাছে শক্তিশালী ভূমিকম্পে বেশ কয়েকজন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। ভূমিকম্পটি গতকাল রবিবার স্থানীয় সময় দিবাগত রাত একটার দিকে আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে। এ ঘটনায় ‘বড় ধরনের প্রাণহানি’ ও ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলেন, আফগানিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়। বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন এই অঞ্চলের মধ্য দিয়ে গেছে, ফলে ঝুঁকি সবসময়ই উচ্চ।
গত কয়েক বছরে দেশটিতে একের পর এক বড় ভূমিকম্প হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে হেরাত প্রদেশে পরপর তিনটি ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা যায়। ২০২২ সালে পাক্তিকা ও আশপাশের এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়া বাদাখশন, বাদগিসসহ বিভিন্ন অঞ্চলেও বিভিন্ন সময়ে শক্তিশালী কম্পন আঘাত হানে, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং শত শত বাড়িঘর ধসে পড়েছে।
সাম্প্রতিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে বাধা তৈরি হচ্ছে। আহতদের নিকটস্থ হাসপাতাল ও অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে নেওয়া হচ্ছে। সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল