কুড়িগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ফার্মেসিকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকালে শহরের কলেজপাড়ায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক।
অভিযানে ‘আল্লাহর দান ফার্মেসিকে স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওষুধগুলো জব্দ করা হয়। অন্যদিকে একই অভিযোগ পপুলার ফার্মেসি নামে আরও একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক জানান, ওষুধ আইন লঙ্ঘন করায় দুটি ফার্মেসীকে জরিমানার পাশাপাশি সর্তক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল