বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা।
টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার নেতৃত্ব দেন থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট থেকে শুরু হয়ে কলেজগেট এলাকা প্রদক্ষিণ করে। এর পর একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন- টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথী, গাসিক ৪৭ নং বিএনপির সাধারণ সম্পাদক নূরী-ই মোস্তফা খান, বিএনপি নেতা নূরুদ্দিন মীর, গাজী মোশারফ, যুবদল নেতা রাজিব বিন শহীদ রিগান, এবং শিশির সরকার।
বক্তারা বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার এই দিবসটি পালনের সুযোগ দেয়নি। তবে আজ বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দশদিনব্যাপী কর্মসূচি পালন করবে।’
তারা নেতাকর্মীদের একত্রিত হয়ে দেশের জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
শোভাযাত্রায় বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
বিডি-প্রতিদিন/জামশেদ