ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি ঢাকার ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৫ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। সমিতির ৩২ তোপখানা রোডের নিজস্ব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৫টি পদে সমিতির জীবন সদস্যদের প্রত্যেক্ষ ভোটে নির্বাহী পরিষদ গঠিত হবে।
সমিতি থেকে জানানো হয়, গত ১৮ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা গতকাল সোমবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। মনোনয়নপত্র ক্রয় ও দাখিল চলবে ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। ১১ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার পর ঐ দিনই বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ১২ ও ১৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৪ নভেম্বর ২০২৫ প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ৫ ডিসেম্বর ভোটের দিন ভোট দিতে আগত জীবন সদস্যদের পরিচিতি নিশ্চিত করার লক্ষ্যে এবার সমিতির পরিচয়পত্রের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনও বাধ্যতামূলক করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আগামী ৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। যে সকল জীবন সদস্যের কাছে সমিতির পরিচয়পত্র নেই তাদেরকে ৩০ নভেম্বরের মধ্যে সমিতির অফিস থেকে নিজ নিজ পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে ভোটের দিন সমিতির পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র দুটোই সঙ্গে নিয়ে ভোট প্রদান করতে হবে। বিষয়টি জীবন সদস্যদের বরাবরে প্রেরিত এক এসএমএস বার্তায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল