প্রায় চার দশকের দাম্পত্যজীবন। চলতি বছরের শুরুর দিকে গুঞ্জন ছড়ায়, বলিউড অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজার বনিবনা হচ্ছে না। আদালতে নাকি ডিভোর্সের আবেদনও করেছিলেন গোবিন্দাপত্নী। এর পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি!
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সুনীতা। একটি পডকাস্টে এই বিষয়ে তিনি বলেন, আমি বহুবার সংবাদমাধ্যমে বলেছি, মারাঠি অভিনেত্রীর কথা শুনেছি। কিন্তু আমি কিছু ঘোষণা করিনি। আমি কখনো ওদের একসঙ্গে দেখিনি বা হাতেনাতে ধরতেও পারিনি।
তিনি আরও বলেন, গোবিন্দার এখন এসব করার সময় নয়, বরং পরিবারের দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। ছেলেমেয়ের ক্যারিয়ার নিয়ে ভাবার সময়। কিন্তু এই সময়েও নানা গুজব শুনি। এখনও পর্যন্ত এই বিষয়ে আমি একটি কথাও বলিনি। কিছু বিশ্বাস করবেন না। আমি সংবাদমাধ্যমকে জানিয়েছি, আমি সব সময় সত্যি বলব। আমি কখনও মিথ্যা কথা বলি না।
কয়েক বছর ধরেই নাকি স্ত্রী-সন্তানদের সঙ্গে এক বাড়িতে থাকেন না গোবিন্দা। স্ত্রী যেখানে থাকেন, সেই রাস্তার উল্টো দিকের একটি বাংলোয় থাকেন অভিনেতা। সুনীতা বলেন, আমি চার কক্ষের একটি ফ্ল্যাটে দুই ছেলেমেয়েকে নিয়ে থাকি। জায়গা বেশ ছোট, সেখানে থাকতে আমাদের অসুবিধা হয়। তাই এবার গোবিন্দের কাছে পাঁচ কক্ষের ফ্ল্যাট চেয়েছি।
প্রসঙ্গত, ১৯৮৭ সালে গোবিন্দা এবং সুনীতার চার হাত এক হয়। এরপর থেকে ছেলেমেয়েদের নিয়ে ভালোই কাটছিল তাদের সংসারজীবন। শোনা যাচ্ছে, প্রায় ২৫ বছরের ছোট এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দা। এরপর থেকেই নাকি এ দম্পতির সংসারে বিচ্ছেদের করুণ সুর বেজে ওঠে।
বিডি প্রতিদিন/কেএইচটি