গ্রাম আদালতের মাধ্যমে বরিশাল জেলায় ৯০.৬২ ভাগ মামলা নিষ্পত্তি হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজন সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়েছে।
গ্রাম আদালতের বরিশাল জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী জানান, গত ফেব্রুয়ারী থেকে অক্টোবর মাস পর্যন্ত বরিশাল জেলার ১০ উপজেলার ৮৮ ইউনিয়নে চার হাজার ১৮টি মামলা দায়ের করা হয়। মামলার মধ্যে উচ্চ আদালত থেকে পাঠানো হয়েছিল ২২৫টি। এরমধ্যে ৯২৪ জন ছিলেন নারী অভিযোগকারী। মামলার রায় বাস্তবায়নের হার ৯৮.৮২ ভাগ। ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার ৬৩০ টাকা।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত প্রান্তিক জনগণের ন্যায়বিচার পাওয়ার কার্যকর ও সহজলভ্য মাধ্যম। ছোটখাটো বিরোধ, দেনা-পাওনা, জমি সংক্রান্ত সমস্যা বা পারিবারিক বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাম আদালত কম সময় ও অল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির অন্যতম সফল ব্যবস্থা। স্থানীয় পর্যায়ে এ সেবাকে আরও গতিশীল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় প্রয়োজন। গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় পক্ষপাতহীনতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণের আস্থা বাড়ানো সম্ভব।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ