“শুভ কাজে, সবার পাশে”— এই মানবিক স্লোগানকে সামনে রেখে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। এরই ধারাবাহিকতায় এবার গাংনী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গাংনী ও বামুন্দী বাজার এলাকার মুচি সম্প্রদায়ের মাঝে বিতরণ করা হলো ব্রাস, কালি, প্রয়োজনীয় কাজের উপকরণ ও একটি ছাতা।
৮ জন মুচিকে পেশায় ব্যবহৃত উপকরণ এবং একজনকে একটি ছাতা প্রদান করা হয়। বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার সদস্যরা উপকারভোগীদের হাতে এসব উপহার তুলে দেন।
উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় মুচিরা। তারা জানান, পুরনো ও নষ্ট সরঞ্জাম দিয়ে কাজ করতে গিয়ে অনেক সমস্যার মুখে পড়তে হতো। নতুন উপকরণ পেয়ে তারা এখন আরও উৎসাহ ও উদ্যম নিয়ে কাজ করতে পারবেন। এতে তাদের আয় বাড়বে এবং পরিবারের আর্থিক সচ্ছলতাও ফিরবে বলে আশা প্রকাশ করেন তারা।
জুতা সেলাই ও পালিশ করে জীবিকা নির্বাহ করা মুচি অমিত দাশ আবেগঘন কণ্ঠে বলেন, “ছোটবেলা থেকে এই কাজ করছি, কিন্তু আমার ছেলেকে এই পেশায় আনিনি। কষ্ট হলেও ওকে পড়ালেখা করাচ্ছি— যাতে ওকে কেউ ‘মুচি’ বলে না ডাকে। আমরা হয়তো শেষ প্রজন্ম যারা এই পেশায় আছি।”
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের গাংনী উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ বনি, সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার, দপ্তর সম্পাদক ও সাংবাদিক জুলফিকার আবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী রওশন মাহমুদ, এ আর তুষার ও মনিরুজ্জামান মনির।
সভাপতি রাজু আহমেদ বনি বলেন, “আমরা সমাজের অবহেলিত কর্মজীবী মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাদের পরিশ্রমেই আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত হয়— তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ক্ষুদ্র প্রয়াস এটি।”
বসুন্ধরা শুভসংঘ ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, কর্মসংস্থান ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। গাংনীর মুচিদের এই সহায়তা সেই ধারাবাহিক মানবিক উদ্যোগেরই অংশ।
মানবিক এ কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে । তারা আশা প্রকাশ করেছেন— বসুন্ধরা শুভসংঘের এই ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও চলবে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে আরও ইতিবাচক পরিবর্তন আনবে।
বিডি-প্রতিদিন/তানিয়া