ভারতের শাসক দল বিজেপির পক্ষে একজন সংসদ সদস্য রাজধানী দিল্লির নাম বদল করে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়েছেন। এই সংসদ সদস্য হলেন দিল্লি শহরের চাঁদনী চক থেকে নির্বাচিত প্রভীন খন্দেলয়াল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তার দাবি জানিয়েছেন।
তিনি এও সুপারিশ করেছেন, পুরোনো দিল্লি রেলস্টেশনের নাম ‘ইন্দ্রপ্রস্থ জংশন’ এবং ইন্দিরা গান্ধী বিমানবন্দরের নাম ‘ইন্দ্রপ্রস্থ’ করা হোক। তার যুক্তি, মহাভারতের (পৌরাণিক কাহিনি) পাণ্ডব রাজাদের রাজধানী ছিল এখনকার দিল্লি শহরে। নাম ছিল ইন্দ্রপ্রস্থ। তার দাবি বাস্তবায়ন করলে, দিল্লিতে প্রাচীন সভ্যতার পুনর্জীবন ঘটবে। জানা গেছে, চিঠির প্রতিলিপি প্রভীন খন্দেলয়াল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, রেলমন্ত্রী ও বিমানমন্ত্রীকে দিয়েছেন।
তবে দিল্লির খ্যাতনামা ঐতিহাসিক স্বপ্না লিডল দাবির যুক্তি খারিজ করেছেন। বলেছেন, বাস্তবে এমন কোনো রাজধানীর অস্তিত্ব ছিল না।