ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দক্ষ সমবায়ী ও সমবায় সমিতি গঠনের লক্ষে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের উচালিয়াপাড়া পঞ্চসেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের পরিচালনায় এতে অংশ নেন সরাইল উপজেলায় কর্মরত ১৩টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. জসিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও মো. বেলাল হোসেন।
আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব এবং সমবায়ীদের ক্ষুদ্র ঋণের ভূমিকা, সমবায় সমিতির মূলধন গঠন ও বিনিয়োগ, অডিট ও বার্ষিক সাধারণ সভা বিষয়ক আলোচনাসহ আধুনিক কৃষি উপকরণের সুষ্ঠু ব্যবহারের ধারনা, বাড়ির আঙ্গিনায় শাক-সবজি, ফলমূল চাষ করে আয় করা, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ গৃহপালিত পশু পালনের মাধ্যমে সমবায় সমিতির সদস্যদের আয় বৃদ্ধি করণ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমবায় সমিতির সদস্যগণ আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
বিডি-প্রতিদিন/জামশেদ