পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পথেই হাঁটছে ছেলে রোনালদো জুনিয়র। বাবার মতোই ১৫ বছর বয়সি এ কিশোর নিজেকে ফুটবল মাঠে প্রমাণ করতে শুরু করেছে। শনিবার রোনালদো পরিবার অন্যরকম এক দিন উদ্যাপন করেছে। একই দিনে বাবা-ছেলে গোলোচ্ছ্বাস করেছেন। পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন রোনালদো জুনিয়র। পরে রাতে ক্লাব আল নাসরের হয়ে জোড়া গোল করেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। বাবা-ছেলের গোলের স্মরণীয় দিনে জিতেছে উভয়ের দল। তুরস্কে চলমান ফেডারেশনস কাপে শনিবার ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল। এ দিন দলের হয়ে একটি গোলের দেখা পান রোনালদো জুনিয়র। যা পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তার প্রথম গোল। এর আগে বৃহস্পতিবার স্বাগতিক তুরস্কের বিপক্ষে ২-০ গোলের জয় পায় পর্তুগিজ দল। সেদিনই অভিষেক হয় রোনালদোর উত্তরসূরির।
এদিকে শনিবার ছেলের গোল উদ্যাপনের কয়েক ঘণ্টা পর রাতে জোড়া গোলের দেখা পান পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এদিন রাতে সৌদি প্রো লিগে আল ফায়হারকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রোনালদোর আল নাসর। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ৪০ বছর বয়সি তারকার জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দল। ক্যারিয়ারে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫২টি। চলমান লিগে দলের হয়ে তার গোল ৮টি। আর লিগে সাত ম্যাচের সবকটিতে জয় নিশ্চিত করেছে রোনালদোরা। ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। বাবা-ছেলের একই দিনে উজ্জ্বল পারফরম্যান্সে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরাও।