‘শুভ কাজে, সবার পাশে’— এই মানবিক স্লোগানকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ নওগাঁ জেলা কমিটি তাদের সামাজিক দায়বদ্ধতার আরেকটি অনন্য উদাহরণ স্থাপন করেছে। নওগাঁর অন্যতম নৃত্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান নৃত্য নিকেতনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটিকে পানির ফিল্টার ও স্ট্যান্ড উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
শনিবার (১ নভেম্বর) বিকেলে শহরের পোস্ট অফিস পাড়ায় নৃত্য নিকেতনের কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে এই উপহার প্রদান করা হয়।
বসুন্ধরা শুভসংঘ নওগাঁ জেলা কমিটির সভাপতি (চলতি দায়িত্ব) অ্যাডভোকেট সরদার সালাউদ্দীন মিন্টু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম নৃত্য নিকেতনের পরিচালক মোর্শেদা বেগম শিল্পী, সুলতান মাহমুদ ও লিজা সুলতানের হাতে ফিল্টার ও স্ট্যান্ড তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্য নিকেতনের উপদেষ্টা ও নওগাঁর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েশ উদ্দীন। আরও উপস্থিত ছিলেন শুভসংঘের সদস্য জাহিদ রাব্বানী রশিদ, দেওয়ান জেসমিন চন্দ্রময়ী স্বপ্ন, সামিনা সুলতানা লাকী, সজিব হোসেন, দেওয়ান শাহানা পারভিনসহ শুভসংঘের অন্যান্য সক্রিয় সদস্যরা। এ সময় নৃত্য নিকেতনের প্রশিক্ষণার্থী ও তাঁদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি (চলতি দায়িত্ব) অ্যাডভোকেট সরদার সালাউদ্দীন মিন্টু বলেন, নৃত্য শিক্ষা যেমন মেধার বিকাশ ঘটায়, তেমনি এটি কঠোর পরিশ্রমসাধ্য একটি অনুশীলন। প্রশিক্ষণের সময় শিক্ষার্থীদের ঘাম ঝরে, তৃষ্ণা পায়— তখন প্রয়োজন হয় বিশুদ্ধ পানির। সেই ভাবনা থেকেই আমরা নৃত্য নিকেতনকে এই উপহার দিয়েছি।
নৃত্য নিকেতনের পরিচালক ও নওগাঁর নৃত্যজগতের গুরুমা মোর্শেদা বেগম শিল্পী বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের সুবর্ণজয়ন্তীতে বসুন্ধরা শুভসংঘের এই উপহার আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাঁদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি, বসুন্ধরা শুভসংঘ এমন শুভকাজে আরও এগিয়ে যাবে।
পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী নৃত্য নিকেতন বরাবরই নওগাঁর সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে আসছে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সেই সাংস্কৃতিক যাত্রায় এক নতুন উদ্দীপনা যোগ করেছে।
বিডি-প্রতিদিন/মাইনুল