পরিবেশের ভারসাম্য রক্ষায় ছোট ছোট উদ্যোগেরও বড় প্রভাব পড়ে— এই বিশ্বাস থেকেই মাদারীপুরের শিবচর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) উপজেলার উমেদপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে রাস্তার ধারে অর্ধশতাধিক তালবীজ, সুপারি ও নিমগাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় শিকদার বাড়ি প্রি-ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।
শিকদার বাড়ি প্রি-ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম বলেন, “বসুন্ধরা শুভসংঘের এ বৃক্ষরোপণ উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনটি শিবচরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ তাদের এই প্রচেষ্টা কবুল করুন।”
বসুন্ধরা শুভসংঘ শিবচর উপজেলা শাখার সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু বলেন, “একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৫ শতাংশ বনভূমি থাকা জরুরি কিন্তু আমাদের দেশে আছে ১৫ শতাংশেরও কম। তাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখতে চাই। আমাদের লক্ষ্য— প্রতিটি বিদ্যালয়, মাঠ ও রাস্তার ধারে গাছ লাগানো।”
তিনি আরও জানান, বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখা ইতোমধ্যে নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিবসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃক্ষরোপণ শেষে স্থানীয় বাসিন্দাদের গাছের পরিচর্যা ও সংরক্ষণে অংশ নিতে আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া