বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার উদ্যোগে ঘাসফুল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনের কনফারেন্স রুমে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ পবিপ্রবি ইউনিটের আহ্বায়ক সাব্বির হোসাইন এবং সঞ্চালনা করেন মোফাসেরুল হক তন্ময়। স্বাগত বক্তব্য দেন ইউনিটের সদস্য সচিব আবু সুফিয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন ও বসুন্ধরা শুভসংঘ পবিপ্রবি ইউনিটের উপদেষ্টা প্রফেসর ড. আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বসুন্ধরা শুভসংঘ পবিপ্রবি ইউনিটের উপদেষ্টা প্রফেসর আবুল বাশার খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পবিপ্রবি শাখার যুগ্ম আহ্বায়ক তুহিন পারভেজ জুহুর আলম। সদস্য,কামরুল ইসলাম, তাসহিক মাহমুদ অমি, মুহাম্মদ খোকন ও শুভ দেব ভৌমিক। ঘাসফুল বিদ্যালয়ের ওয়াসিফা রহমান অরনি, নাজমুজ সাকিব, সানজিদা আক্তার নিশি, নাফিজ উদ্দিন, সাব্বির, জুবায়িদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাসফুলের অর্ধশতাধিক ছোট সোনামণি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বসুন্ধরা শুভসংঘ পবিপ্রবি ইউনিটের উপদেষ্টা প্রফেসর আবুল বাশার খান বলেন, “এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।”
বসুন্ধরা শুভসংঘ পবিপ্রবি ইউনিটের উপদেষ্টা  প্রফেসর ড. আতিকুর রহমান বলেন, “শুভসংঘের এ কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা জাগিয়ে তুলবে।তিনি মানবিক মূল্যবোধ বজায় রেখে আরো সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখতে আহ্বান জানান।বসুন্ধরা শুভসংঘের এমন কার্যক্রম ভবিষ্যতে আরো বহুদূর এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন।”
পবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, “শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তাদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়াবে। ভবিষ্যত সমাজ বিনিমার্ণে বসুন্ধরা শুভসংঘ তাদের কার্যক্রম আরও গতিশীল করবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং সকল কার্যক্রমে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।”
বিডি-প্রতিদিন/তানিয়া
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        