সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যা মামলায় গ্রেফতার হওয়া ছেলে আসাদ আহমদের তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৩ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক শফিকুল হক শুনানী শেষে তার রিমান্ডের আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন করেছিলেন।
গত শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের নিজবাড়ির ছাদ থেকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার নাড়িভুড়ি বের হয়ে গিয়েছিল। এ ঘটনায় পুলিশ আব্দুর রাজ্জাকের ছেলে আসাদ আহমদকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/জামশেদ