জাতীয় প্রেস ক্লাবে শনিবার বাংলাদেশ প্রতিদিনের অতিরিক্ত বার্তা সম্পাদক মোদাব্বের হোসেনের সঙ্গে ভিড়ের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়ার পর আবদুস সালাম তাৎক্ষণিকভাবে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুস সালাম সাহেব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। আবদুস সালাম মোদাব্বের হোসেনকে বলেছেন, ‘বিষয়টির জন্য আমি অনেক দুঃখিত। এরকম পরিস্থিতির জন্য দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’
এর জবাবে মোদাব্বের হোসেন বলেছেন, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ। এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আরও সতর্ক থাকতে চেষ্টা করবেন।