গাজীপুরের টঙ্গীর সাতাইশ খৈরতল এলাকায় অবস্থিত ভিয়েলাটেক্স লিমিটেড পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা সকালে কারখানার ফটকের সামনে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সোমবার সকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা দেউটি ফ্যাশন লিমিটেড ও মাস্কো গ্রুপের একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, বিদেশি ক্রেতাদের দেওয়া ইনসেন্টিভের টাকা কর্তৃপক্ষ শ্রমিকদের না দিয়ে আত্মসাৎ করেছে। এই খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা রবিবার দুপুরে উৎপাদন বন্ধ রেখে গেটে তালা ঝুলিয়ে অবস্থান নেন। কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে বিকালে তারা কর্মস্থল ত্যাগ করেন। পরদিন সোমবার সকালে গেটে লে-অফের নোটিশ টানানো হলে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের কোনো পাওনা বকেয়া নেই। তারা অযৌক্তিক দাবি তুলে আন্দোলনে নেমেছে এবং এর পেছনে উসকানিদাতা চক্র সক্রিয়। কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের অসদাচরণের কারণে শ্রম আইন অনুযায়ী ১০০ শ্রমিককে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সেলিম রেজা জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন