নর্থ-সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের উদ্যোগে বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ফার্মা ফেস্ট-২০২৫’। এ বছরের আয়োজনের স্লোগান— ‘পুনঃনকশা, পুনর্গঠন, পুনরূদ্ধার’।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এ উৎসব।
দুই দিনব্যাপী উৎসবে থাকবে ফার্মা অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন ও গবেষণা প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, এবং শিল্প-শিক্ষা নেটওয়ার্কিং অধিবেশন। আয়োজনের শেষ দিন অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফেস্টে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— নর্থ-সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. আব্দুর রব খান, রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সিইও সৈয়দ এস কায়সার কবির, ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহিদী, ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারিন করিম, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম।
আয়োজকদের মতে, বিশ্ব স্বাস্থ্যসেবায় তরুণদের অবদানকে অনুপ্রাণিত করা ও ফার্মেসি পেশার সম্ভাবনা উদযাপনই এই উৎসবের মূল উদ্দেশ্য। এতে সারাদেশের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও গবেষণাধর্মী দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন