ইট-পাথরের ব্যস্ত এই নগরজীবনে সবাই ছুটছে নিজের মতো করে। কিন্তু এখনো কিছু মানুষ আছেন—যারা নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাতে নীরবে কাজ করে যাচ্ছেন। সেই মানবিকতারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা শুভসংঘ।
‘মানুষ মানুষের জন্য’—এই বিশ্বাসকে ধারণ করে শরীয়তপুরের নড়িয়া উপজেলা শাখার উদ্যোগে এক হতদরিদ্র অসহায় নারীর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ঘড়িসার ইউনিয়নের আইল্যান্ড মডেল একাডেমি প্রাঙ্গণে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পান অসহায় নারী আয়েশা বেগম (৭২)। তিনি একা বসবাস করেন—নেই স্বামী, নেই সন্তান। অসুস্থতার কারণে কাজ করতে পারেন না; তাই অন্যের সহানুভূতি ও দয়ার ওপরই ভরসা করে বেঁচে আছেন। এমন এক সময়ে তার পাশে দাঁড়িয়ে নতুন আশার আলো জ্বালিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
খাদ্য সহায়তার প্যাকেজে ছিল—চাল, ডাল, আটা, আলু, তেল, মুড়ি, লবণ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় আরও কিছু সামগ্রী। এই সহায়তা পেয়ে আনন্দে কেঁদে ফেলেন আয়েশা বেগম।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘বাবা, বয়স হইছে, এখন আর কাম করতে পারি না। অসুস্থ, কে কার খোঁজ রাখে রে বাবা! তারপরেও আপনারা আমারে যেই সাহায্য করলেন, কয়দিন তো চলতে পারমু। আমার স্বামী-সন্তান কেউ আর পৃথিবীতে নাই। আল্লাহ আপনাগো ভালো করুক।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নড়িয়া উপজেলা সভাপতি শামিম হাসান, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আইল্যান্ড গ্রুপের উপদেষ্টা সাংবাদিক মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি সৈয়াল, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সুজন ইসলাম, নারী বিষয়ক সম্পাদক রিতা আক্তার, এবং আইল্যান্ড মডেল একাডেমির শিক্ষক সাহিদা বেগম, হিরা মনি, ও মীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি হাসিই একটি আশার গল্প বলে। আয়েশা বেগমের চোখের সেই হাসিই আমাদের অনুপ্রেরণা। বসুন্ধরা শুভসংঘ শুধু সাহায্য নয়, মানুষকে সাহস জোগাতেও কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, অসহায় মানুষের কষ্ট দেখলে আমরা চুপ থাকতে পারি না। সমাজে এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক—যাতে কেউ অভুক্ত না থাকে, কেউ একা না থাকে। বসুন্ধরা শুভসংঘ—শুভ কাজে সবার পাশে।
বিডি-প্রতিদিন/মাইনুল