সমাজ পরিবর্তনে সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে ময়মনসিংহের ভালুকায় গঠিত হলো বসুন্ধরা শুভসংঘের নতুন উপজেলা কমিটি। এ উপলক্ষ্যে বুধবার সকালে স্থানীয় এপোলো ইনস্টিটিউট চত্বরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সবুজ পরিবেশে ছায়া ঢাকা আমগাছের নিচে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে মিলিত হন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শুভসংঘের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের ভালুকা উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান মনির এবং সঞ্চালনায় ছিলেন শুভসংঘ ভালুকা শাখার সাধারণ সম্পাদক এজাজ খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপোলো ইনস্টিটিউটের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন। তিনি বলেন, যে সমাজে তরুণরা মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসে, সেই সমাজ কখনোই পিছিয়ে থাকতে পারে না। শুভসংঘের মতো একটি সংগঠন নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভালুকা সরকারি কলেজের অধ্যাপক জাহিদুল ইসলাম সুবিন বলেন, মানুষের জীবন স্বল্প সময়ের হলেও, এই সময়কে অর্থবহ করে তোলার সুযোগ রয়েছে মানবিক কাজের মাধ্যমে। আমাদের উচিত সেই সুযোগ কাজে লাগানো এবং নতুন প্রজন্মকে এ পথেই অনুপ্রাণিত করা।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন। তিনি বলেন, মানবিকতা আজকের সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। শুভসংঘের কার্যক্রমের মাধ্যমে আমরা নতুন একটি মানবিক সমাজ বিনির্মাণে অগ্রসর হতে পারি।
অনুষ্ঠানে শুভসংঘের সদস্যদের মধ্যে তানভীর, ফরহাদ, শুভ, নাফিছা, মিলি, বর্ষা, সাদিক ও মারুফ প্রমুখ অংশগ্রহণ করেন। তারা নিজেদের অভিজ্ঞতা ও পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা নতুন সদস্যদের উদ্দেশে বলেন, তোমাদের ছোট ছোট কাজই সমাজে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
আলোচনা পর্ব শেষে সব অতিথি ও সদস্যদের অংশগ্রহণে এপোলো ইনস্টিটিউট চত্বরে গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শুভসংঘের মানবিক ও সবুজ অভিযাত্রার প্রতীকী সূচনা হয়।
বিডি প্রতিদিন/কেএ