১৫ মে বাংলাদেশ প্রতিদিনের তৃতীয় পৃষ্ঠায় ‘সময় টিভির আইনজীবীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তথ্য সঠিক নয় বলে জানতে পেরেছে বাংলাদেশ প্রতিদিন। সংবাদে হাই কোর্টের পর্যবেক্ষণের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এ ধরনের কোনো পর্যবেক্ষণ দেননি সংশ্লিষ্ট হাই কোর্ট বেঞ্চ। ভুল তথ্যের ওপর ভিত্তি করে এ সংবাদ ছাপা হয়েছে। প্রকাশিত খবরে সংশ্লিষ্ট হাই কোর্ট বেঞ্চের বিচারকের নামও ভুল ছাপা হয়েছে। এ ভুল অনিচ্ছাকৃত। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদটি এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অনিচ্ছাকৃত এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।
-বার্তা সম্পাদক