বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আট ক্যাটিগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করেছেন। এছাড়া এবছর সর্বোচ্চ চা উৎপাদনকারী কারখানা ক্যাটাগরিতে দুইটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
বাণিজ্য উপদেষ্টা আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে পঞ্চম জাতীয় চা দিবস উপলক্ষ্যে এসব পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে। চা শিল্পকে দেশ ও আন্তর্জাতিক বাজারেও সমানভাবে তুলে ধরতে হবে।
শেখ বশিরউদ্দীন বলেন, সুষম বণ্টন করতে পারলে দুষ্টচক্র থেকে জাতীয় সম্পদ চা শিল্পকে রক্ষা করা যাবে। এ শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, চা শিল্পে বিভিন্ন রকম শুল্ক ও কর অব্যবস্থাপনা বন্ধ করে শৃঙ্খলা আনার মাধ্যমে বাজারে পণ্যমূল্যে স্থিতিশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা যাবে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশের সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশি চা সংসদের সভাপতি কামরান টি রহমান, জাতীয় চা পুরস্কার ২০২৪ বিজয়ী চা শ্রমিক জেসমিন আক্তার এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।
বিডি প্রতিদিন/নাজমুল