বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ স্প্রিং-২০২৫ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে নতুন সদস্যদের বরণ করে নেওয়া ছাড়াও ছিল দিকনির্দেশনামূলক বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক পরিচয়ের এক মেলবন্ধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফরহাদ হোসেন। তিনি বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক সামনান অলি, বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার মেন্টর (একাডেমিক) জুহি জান্নাত মিম এবং মেন্টর (প্রশাসনিক) মাহতাব হোসাইন নাইম।
প্রধান অতিথি ও বিশেষ অতিথির নবীন সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও প্রেরণামূলক বক্তব্যে সবার মাঝে উদ্দীপনা ও অনুপ্রেরণা ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাফিজ হাসান বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার বিগত কার্যক্রমের একটি চমৎকার সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। এতে সংগঠনের সৃজনশীল কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
পরবর্তী পর্যায়ে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার মাধ্যমে নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। এরপর নতুন সদস্যদের সঙ্গে কার্যনির্বাহী সদস্যদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে ৩৮ জন নবীণ সদস্য ও ৩৪ জন কার্যনির্বাহী সদস্য অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পরিবেশনায় সুরের ছোঁয়া দেন আতিকুর রহমান অভি, যার সংগীত পরিবেশন অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার সভাপতি দীপ্ত পাল আনন্দঘন আয়োজনটিতে অংশগ্রহণকারী সব সদস্য, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন। বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার সুনাম ও অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
বিডি প্রতিদিন/জামশেদ