চাঁদাবাজির অভিযাগে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের দুই নেতা মেহরাব খান ও আশরাফুল ইসলাম রাজুকে গ্রেফতার করছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার সকাল আটটার দিকে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহরাব খান ও আশরাফুল ইসলাম রাজু বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছিলেন। আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে এবং মেহরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আনিসুর রহমান নামে একজন থানায় অভিযোগ করেন যে, মেহরাব ও রাজু তার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এছাড়া মানিকগঞ্জ নিউজসহ একাধিক ফেক আইডি থেকে মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে ৩৮৫/৪৮৭/৫০৬/সহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এ গ্রেফতার দেখিয়ে আদালতে তাদেরকে আদালতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/একেএ