যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার রাতে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাসে ডাকাতি হয়েছে। রাত সাড়ে ১১টা থেকে গতকাল ভোর ৫টা পর্যন্ত বাসটির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতদল যাত্রীদের সবকিছু লুটে নেয়। লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটে বলে কয়েক যাত্রী অভিযোগ করেছেন। বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। বাসের সহকারী আতিকুর রহমান জানান, পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। প্রায় ১০ জন নারীসহ ৪৫ যাত্রী নিয়ে বাসটি সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮-১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশি অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা যাত্রী, চালকসহ সবার চোখ-মুখ বেঁধে ফেলে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে। চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মুঠোফোন, নগদ টাকা, সোনা ও অন্যান্য মালামাল লুটে নেয়। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। বাসের চালক আবেদ আলী জানান, বাসটি নিয়ে ডাকাতরা রাতে চার-পাঁচ বার টাঙ্গাইল ও চন্দ্রা-আশুলিয়া যাওয়া-আসা করে। ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুরে বাসটি রেখে ডাকাতদল পালিয়ে যায়। পরে যাত্রীদের নিয়ে সকালে টাঙ্গাইল সদর থানায় যান তিনি। বাসের যাত্রী বগুড়ার আদমদীঘি উপজেলার জুয়েল মিয়া জানান, টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশির সময় শ্লীলতাহানি ঘটায়। এ সময় তার চোখ-মুখ বাঁধা ছিল। তবে তিনি নারী যাত্রীদের কান্নাকাটি ও কাকুতি-মিনতি শুনতে পান। অন্য যাত্রী রংপুরের কাউনিয়া উপজেলার আকাশ মিয়া জানান, হাত-পা, চোখ-মুখ বেঁধে ডাকাতরা প্রত্যেক যাত্রীর দেহ কয়েকবার তল্লাশি করে যার যা কিছু ছিল নিয়ে যায়। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমদ জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ডাকাতদলকে চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে। এর আগে ১৭ ফেব্রুয়ারি এ মহাসড়কে ইউনিক রয়েলসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটে। ২০২২ সালের ২ আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীর যৌননিগ্রহ ঘটে।
শিরোনাম
- পুলিশ ক্লিয়ারেন্স পেতে ঘুষ দাবির অভিযোগ, কনস্টেবল ক্লোজড
- সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
- কচুরিপানার চাপে ভেঙে গেল বাঁশের সেতু, দুর্ভোগে হাজারো মানুষ
- কুমিল্লা অঞ্চলে খালি দেড় লাখ আসন, বন্ধ হতে পারে অনেক কলেজ
- হবিগঞ্জের সাবেক ডিসি-এডিসি ও দুই এসিল্যান্ডের কারাদণ্ড
- ভারতীয় ফুটবল ফেডারেশনকে জাভির নাম ভাঙিয়ে প্রাঙ্ক, স্বীকারোক্তি ছাত্রের
- জবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
- বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজন ৭ দিনের রিমান্ডে
- বগুড়ায় ৮১০টি বার্মিজ চাকু উদ্ধার
- কটিয়াদীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
- গেইলকে ছাড়িয়ে নতুন মাইলফলক পাওয়েলের
- স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
- যুক্তরাষ্ট্র-তুরস্কের সম্মেলনে ডাক পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাবিল
- শেরপুরে সদর ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা
- বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে : আমীর খসরু
- মালয়েশিয়ায় নিখোঁজ ছিলেন ১২ বছর, মৃত্যুর নয় মাস পর এলো লাশ
- রংপুরে গাছ কেটে ধ্বংস পাখির অভয়াশ্রম, জড়িতদের শাস্তির দাবি
- লিভার ভালো রাখে যেসব খাবার ও পানীয়
- যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনবে সরকার: বাণিজ্য সচিব
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
আপডেট:
০২:১১, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
চলন্ত বাসে ফের ডাকাতি
লুটপাট, নারী যাত্রীদের শ্লীলতাহানি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর