চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের উদ্যোগে সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে কলেজ সংলগ্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথ এর নির্বাহী কমিটির সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইএমসিএইচ’র উপ-পরিচালক মোহাম্মদ ইসমাইল, পিডিডি বিভাগের প্রধান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অহিদুল ইসলাম, একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের সিনিয়র সহকারী পরিচালক মো. ওমর গনি, শমশের পাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক রফিক কোম্পানী, মো. নুরুল আমিন, সরোয়ারসহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে বর্তমানে অতি গরমসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। কার্বন ডাই-অক্সাইড শোষণ ও পরিশুদ্ধ অক্সিজেন সরবরাহের জন্য বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর প্রয়োজন। এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক ক্লাবকে এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।
বিডিপ্রতিদিন/কবিরুল