দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের নৈতিকতা ও বিচক্ষণতা অপরিহার্য— বলেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বুধবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দক্ষ সাংবাদিকতা চর্চার জন্য সংশ্লিষ্ট জ্ঞান অর্জনের বিকল্প নেই। দেশের প্রতি প্রত্যেক নাগরিকের দায়বদ্ধতা রয়েছে, তাই নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণ করা উচিত।
কর্মশালার দুটি সেশনে আলোচনা হয়—
১. ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধির গুরুত্ব’
২. ‘অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪-এর প্রয়োগ’।
কর্মশালার উন্মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীরা ইতিবাচক সাংবাদিকতা বিকাশে নিজেদের ভাবনা তুলে ধরেন এবং পেশাগত মানোন্নয়নে এমন প্রশিক্ষণের গুরুত্বের কথা বলেন।
বিডি প্রতিদিন/আশিক