‘শুভ কাজে সবার পাশে’, এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ‘সুন্দর হাতের লেখা ও মেধা যাচাই’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার প্রত্যন্ত চন্দনী ইউনিয়নের বাবুপুর কছিম উদ্দিন বিদ্যাপীঠে (উচ্চ বিদ্যালয়) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত ৪০ জন ছাত্র-ছাত্রী ‘সুন্দর হাতের লেখা ও মেধা যাচাই’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়। সেই সাথে উভয় প্রতিযোগিতার সেরা পাঁচজন করে বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কবি সালাম তাসির।
এছাড়াও বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও সদর উপজেলার বাবুপুর কছিম উদ্দিন বিদ্যাপিঠের প্রধান শিক্ষক সেলিনা খাতুন, উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক হাফিজুর রহমান, বাবুপুর কছিম উদ্দিন বিদ্যাপিঠের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক কামরুল হোসেন প্রমুখ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এবং সুস্থ সংস্কৃতি চর্চায় উৎসাহ দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অংকিতা রাণী উমা বলে, বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ ধরনের আয়োজন আমাদের অনুপ্রাণিত করে।
মেধা যাচাই প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করা অষ্টম শ্রেণির ছাত্র দেব সিকদার বলে, বিষয়টি অনেক আনন্দের। বসুন্ধরা শুভসংঘ আগামীতেও শিক্ষার্থীদের পাশে এভাবেই থাকবে, এটাই তার কামনা।
বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান বলেন, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অসামান্য অবদান রেখে চলেছে। এ গ্রুপের প্রতিষ্ঠিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে থাকা দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, টেলিভিশন নিউজ২৪ ইতিমধ্যেই মিডিয়া জগতে সারা ফেলেছে এবং নিরপেক্ষতার সাথে কাজ করছে।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা গঠনমূলক শিক্ষা কার্যক্রম এবং হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে নানা রকম কাজ করে আসছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথি বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কবি সালাম তাসির বলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান, স্কুল ব্যাগ, কলম-খাতাসহ নানা রকম শিক্ষা উপকরণ প্রদান, সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের নানা ধরনের রোগ-বালাই দূরীকরণে বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে সরাসরি প্রশ্ন-উত্তর পর্ব পরিচালনা করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো করোনাকালীন ওই কঠিন সময়ে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাক্সসহ কয়েক সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে। জেলা শাখার সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলা এ সংগঠনকে মানুষের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করবে, এটাই তিনি প্রত্যাশা করেন। পাশাপাশি চিত্রাঙ্কানসহ শিক্ষামূলক কার্যক্রম জেলার প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই