কুড়িগ্রামে অস্বচ্ছল পরিবারের নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে মূলধারায় যোগদানের পরিকল্পনায় বাজার সংযোগ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে শহরের এএফএডি কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)'র নবনিযুক্ত অধ্যক্ষ এএসএম রেজাউল করিম।
এ সময় এএফএডি’র প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, প্রকল্পের লাইভলিহুড অফিসার ডা. মোরশেদুল আলমসহ অন্যান্যরা।
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নারী কিংবা মেয়ে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র্য বিমোচন এবং মূলধারায় যোগদানের মাধ্যমে জীবনমান উন্নয়ন - এসি ৬ প্রকল্পের মাধ্যমে কর্মশালার আয়োজন করা হয়।
এতে উৎপাদকদের বাজার ব্যবস্থার সাথে কার্যকর সংযোগ স্থাপন, বিপণন কৌশল বিষয়ক ধারণা প্রদান এবং বাজার বিশ্লেষণ, সরবরাহ ব্যবস্থাপনা, অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার, পণ্যের মূল্য সংযোজন কর বিষয়ে ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার ১০টি ইউনিয়নের সরাসরি ১ হাজার ৭০ জন এবং তাদের সাথে আরও ১১ হাজার ৮৬৩ জন অংশগ্রহণকারীদেরকে নিয়ে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে উদ্যোক্তাগণ জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল