শেরপুর জেলায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে সীমান্তবর্তী তিন উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় এবং নদ-নদীর পানিপ্রবাহ স্থিতিশীল থাকায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।
স্থানীয় প্রশাসন জানায়, চেল্লাখালী, সোমেশ্বরী, মহারশি, ভোগাই ও মালিঝি নদীর পানি এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। বুধবার (২১ মে) সকাল ১০টার পর পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়, বন্যা সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, "বন্যার সম্ভাবনা আপাতত নেই, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। জনগণের মধ্যে আতঙ্ক অনেকটাই কেটে গেছে।"
এদিকে, বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছিল, যা এখন ধাপে ধাপে প্রত্যাহার করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক