ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠনো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার উপাচার্য কার্যালয়ে সাম্যের বাবা ফকরুল আলম এবং তার তিন ভাই এস এ এম আমিরুল ইসলাম, এস এ এম শরীফুল আলম ও এস এ এম শহিদুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
এ সময় সাম্যের বাবা অপরাধীদের গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/একেএ