বাগেরহাটের মোংলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র করা মামলা প্রত্যাহার করতে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বুধবার বিকাল ৫টায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এ আল্টিমেটাম দেয় পৌর ও উপজেলা বিএনপিসহ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার রাতে মোংলা থানায় এ মামলা দায়ের করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।
বিক্ষোভ মিছিলটি পৌর মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মোংলা থানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন এই মামলাটি মিথ্যা এবং বানোয়াট দাবি করে বলেন, মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলীর বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র করা মামলা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে শ্রমিকদের উপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র করা হামলার মামলা নিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সাবেক পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগমসহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে পৌর বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব জুলফিকার আলী বলেন, আমার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ মামলা করা হয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টায় রাজনৈতিক হয়রানি করার উদ্দেশে এ মামলা দায়ের করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। এসময় অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির নেতারা।
বিডি প্রতিদিন/আরাফাত