ফেনীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল ছাত্তার (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার মধ্যম নীলার এলাকার বাসিন্দা ও মৃত খলিল আহমেদের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে রাসেলের চাকার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নি.) মো. শাহাব উদ্দিন, এসআই (নি.) মো. নুর সোলেমান, এএসআই (নি.) মো. নাছির উদ্দিন, এএসআই (নি.) সরোয়ার আলম, এএসআই (নি.) সঞ্জয় কুমার নাথ এবং কনস্টেবল মো. মোশাররফ হোসেন (৭৮৯) ও মো. জাহাঙ্গীর (৩৫৫)।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল