মুন্সিগঞ্জে লঞ্চঘাটে লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় নেহাল আহাম্মেদ জিহাদ ওরফে জিহাদ হাসান (২৪) নামে প্রধান আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার বেলা ১১টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম আসামির জামিন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন।
এর আগে, গত সোমবার সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আসামি জিহাদ হাসানের জামিন শুনানি হলে আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি জিহাদ হাসান মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর (যোগনীঘাট) এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গত ৯ মে মুন্সিগঞ্জে যাত্রাবিরতির সময় থেমে থাকা লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরে যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধে মারধর করে লঞ্চে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অপরাধের প্রেক্ষিতে মুক্তারপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিলন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারাসহ পেনাল কোডের অন্যান্য ধারায় মুন্সিগঞ্জ থানায় জিহাদ হাসানসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন।
এ ঘটনায় পরেরদিন শনিবার দুপুরে আসামি জিহাদ হাসান মুন্সিগঞ্জ সদর থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। ওইদিন পুলিশ তাকে আটক দেখায়। মামলার বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম (১২ মে) রবিবার বেলা পৌনে ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, শুক্রবার ১৯-২০ বছর বয়সী দুই তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সে ঘটনার প্রেক্ষিতে শনিবার আমরা জিহাদকে থানায় আসতে বলি। সে থানায় আসলে তাকে আটক করি। ঘটনার মামলা করার জন্য ওই তরুণীদের ও লঞ্চ কর্তৃপক্ষকেও অভিযোগ দিতে বলা হলে তারা থানায় আসেনি। সব শেষ রবিবার সকালে মুক্তারপুর নৌপুলিশ বাদী হয়ে মারধর, লঞ্চ ভাঙচুর এবং লঞ্চে লুটপাটের ঘটনায় মামলা করেছে।
মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন আসামি রয়েছে। মামলাটি নৌ-পুলিশ তদন্ত করবে। নেহাল আহমেদকে আজ আদালতে পাঠানো হয়েছে। লঞ্চের মারধরের ঘটনায় আটক নেহাল আহমেদ অনুতপ্ত হয়ে বলেছেন, তার ভুল সে বুঝতে পারছে। আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তাই নিজেই থানায় গিয়েছিলেন। নেহাল আরও বলেন, তরুণীদের উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে বড় ভাই হিসেবে শাসন করেছিলেন।
এ ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন জানান, যাত্রা বিরতি লঞ্চে প্রকাশ্যে নারীদের মারধরসহ লঞ্চে ভাঙচুরের ঘটনায় মামলার আসামি জিহাদ হাসানের জন্য নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের আদেশে ক্রিমিনাল মিস কেইসমূলে আজ জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হয়েছে। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন।
বিডি প্রতিদিন/এমআই